বইয়ের নামঃ আইনে রাসূল দো'আ অধ্যায়
প্রকাশকঃ আব্দুর রাযযাক বিন ইউসুফ
প্রকাশকের কিছু কথাঃ ‘আইনে রাসূল (ছাঃ) দো‘আ অধ্যায়’ বইটি প্রকাশ করতে পেরে সর্বাগ্রে আল্লাহর
তা‘আলার শুকরিয়া আদায় করছি। ফালিল্লা-হিল হামদ্। পাঠকদের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে অনেকদিন আগেই এমন একটি বই রচনার মনস্থ করেছিলাম। বিশেষ করে বিভিন্ন সভা-সমাবেশে যখন বক্তব্য রাখি, তখনই এর প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক একটি নির্ভরযোগ্য দো‘আর বইয়ের জন্য সাধারণ মানুষ যেন উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছে। বাজারে যে সমস্ত দো‘আর বই চালু আছে, তন্মধ্যে অধিকাংশই ছহীহ হাদীছের সাথে সঙ্গতিহীন। তাই বিশুদ্ধ দো‘আর বই গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
তা‘আলার শুকরিয়া আদায় করছি। ফালিল্লা-হিল হামদ্। পাঠকদের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে অনেকদিন আগেই এমন একটি বই রচনার মনস্থ করেছিলাম। বিশেষ করে বিভিন্ন সভা-সমাবেশে যখন বক্তব্য রাখি, তখনই এর প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক একটি নির্ভরযোগ্য দো‘আর বইয়ের জন্য সাধারণ মানুষ যেন উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছে। বাজারে যে সমস্ত দো‘আর বই চালু আছে, তন্মধ্যে অধিকাংশই ছহীহ হাদীছের সাথে সঙ্গতিহীন। তাই বিশুদ্ধ দো‘আর বই গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
0 comments:
Post a Comment