-->

29 April 2013

যেনা অমার্জনীয় গুনাহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
 প্রশ্নঃ যেনা কত প্রকার ও কি কি ? ব্যভিচারীর শাস্তি কি ? ব্যভিচারীর তওবা কবুল হয় কি ?
যেনা বিভিন্ন প্রকার হতে পারে । নিজের স্ত্রী ব্যতীত অন্য কোন মহিলার সাথে জৈবিক চাহিদা পূরণ করাকে যৌনাঙ্গরে যনা বলে ।এছাড়া চোখের যেনাহচ্ছে মাহরাম ব্যতীত অন্য মহিলার দিকে কামনার দৃষ্টি নক্ষিপে করা । মুখের বা জিব্বা হচ্ছে কামভাবে কথা বলা (বুখারী ,ফাতহুল বারী হা/৬২৪৩ , ১১/৩০) ।
পবিত্র কুরআন শরীফে আল্লাহ পাক ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিনী নারীর শাস্তির কথা বলেছেন। 
"ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ; তাদের প্রত্যেককে একশ’ করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাক। মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।" [সূরা আন-নূরঃ ২]
যেনা ব্যভিচার কাবীরা গুনাহ। তাওবা ব্যতীত এই গুনাহ মাফ হবে না। এই মর্মে তাওবা করতে হবে যে, বেচে থাকা পযর্ন্ত এই গুনাহ আর করব না। আল্লাহ তায়ালা পরম দয়াশীল, ভাল ভাবে তাওবা করলে অবশ্যই আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক তার পবিত্র কুরআন শরীফ এ বর্ণনা করেছেনঃ
"কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গোনাহকে পুন্য দ্বারা পরিবর্তত করে এবং দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু" [সূরা আল ফুরকানঃ ৭০] 
 
আল্লাহ আমাদের যেনার মত কাবীরা গুনাহ হতে রক্ষা করুন। আমিন।

0 comments:

Post a Comment

 
Copyright © . Al Quran And Sahih Hadis - Posts · Comments
Design by Kaisar Ahmmed