-->

Monday, March 17, 2025

29 April 2013

আল-আদাবুল মুফরাদ (অনন্য শিষ্টাচার)

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
 সংক্ষিপ্ত বর্ণনাঃ ইমাম বুখারী (রহঃ) সংকলিত সহীহ আল বুখারীর পর তার যে কিতাবটি মুসলিম সমাজে সর্বাধিক পরিচিত তা হচ্ছে ‘ আল আদাবুল  মুফরাদ’।
 এটি মূলত শিষ্টাচার সংক্রান্ত হাদিসের সংকলন। ইসলামি সমাজে মু’আমিলা তথা পারস্পরিক সম্পর্কের উপর অত্যন্ত  গুরুত্ব আরোপ করা হয়েছে। যারা ইসলাম প্রচারে নিয়োজিত তাদের শিষ্টাচারের উপর গুরুত্ব দেওয়া হয়। তাদের ব্যবহার, আচার-আচরণ, নৈতিকতা ইত্যাদি দেখেই মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে। যে নসিহত প্রদান করা হয় এবং সে অনুযায়ী তা অর্জনের শিক্ষা দেওয়া হয়। তাছাড়া মানব সম্প্রদায়কে অন্যান্য প্রাণী জগত থেকে স্বতন্ত্র করার পেছনে যে কয়টি কারণ  কার্যকর রয়েছে তার মধ্যে শিষ্টাচার  অন্যতম। তাই মানব সভ্যতার  বিকাশেও শিষ্টচারের  ভূমিকা  অনন্য। এ দিক থেকেএ গ্রন্থের  ভূমিকা অসাধারণ। এতে ১৩৩৯ খানা হাদিস  ৬৪৫টি শিরোনামে বর্ণনা কড়া হয়েছে । আদাব ও নৈতিকতা সংক্রান্ত হাদিসের এতো বড় সমাহার আর দ্বিতীয়টি নেই।

 ফেসবুক থেকেও এই বইটি ডাউনলোড করতে পারেন।

0 comments:

Post a Comment

 
Copyright © 2025. Al Quran And Sahih Hadis - Posts · Comments
Design by Kaisar Ahmmed