শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
আসসালামু আলাইকুম। বর্তমানে "শায়খুল হাদিস মুফতি মুহাম্মাদ জসীমুদ্দিন রাহমানী" একজন আলোচিত ব্যক্তিত, যিনি সমাজের নানা অসংগতি, বিদআত, শিরক, অন্যায়ের বিরুদ্ধে বজ্র কন্ঠে কথা বলেন। তিনি একজন কুরআন এবং সহীহ হাদিসে বিশ্বাসী জ্ঞানী আলেম। তিনি দুই বার দাওরাহ ডিগ্রি অর্জন করেছেন।
0 comments:
Post a Comment