-->

24 June 2013

Sahih Bukhari Sahrif Bangla (All Part)

- 0 comments

কিতাবের নামঃ সহীহুল বুখারী শরীফ
প্রকাশনাঃ তাওহীদ পাবলিকেশন
খন্ডঃ সম্পূর্ণ অংশ
ফরমেটঃ পিডিএফ

ডাউনলোড লিংক




[Continue reading...]

23 June 2013

শব-ই-বারত - জসীমুদ্দিন রাহমানি

- 0 comments
অডিও লেকাচারঃ শব-ই-বারত
বক্তাঃ শায়খুল হাদিস মুফতি মুহাম্মাদ জসীমুদ্দিন রাহমানী
সাইজঃ ১১ মেগাবাইট
ফরমেটঃ MP3
[Continue reading...]

21 June 2013

জুমার দিনে করণীয়

- 0 comments

জুমার দিনে করণীয়ঃ

আবু হুরাইরা (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেনঃ যে ব্যক্তি উত্তমরূপে ওযূ সম্পাদন করে জুম'আর সলাত পড়তে আসবে এবং নীরবে মনোযোগসহকারে (খুতবা) শুনবে, তাঁর সেই জুম'আহ হতে পরবর্তী জুম'আর মধ্যবর্তী সময় তথা আরো তিন দিনের (ক্ষুদ্র ক্ষুদ্র) পাপসমূহ ক্ষমা ক'রে দেওয়া হবে। [সহীহ মুসলিম, হাদীস ৮৫৭]
জুম'আহর দিন গোসল করাঃ

রাসূল (সা) বলেছেনঃ "তোমাদের কেউ যখন জুম'আহতে আসার ইচ্ছে করবে, তখন সে যেন গোসল করে। [সহীহ বুখারী, হাদীস ৯১৯]

বেশী বেশী দুরূদ পাঠ করাঃ

আওস ইবনে আওস (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেনঃ তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম একটি দিন হচ্ছে জুমু'আহর দিন। সুতরাং ঐ দিনে তোমরা আমার উপর বেশী বেশী দুরূদ পাঠ কর। কেননা, তোমাদের পাঠ করা দুরূদ আমার কাছে পেশ করা হয়। [সুনান আবূ দাঊদ, হাদীস ১০৪৭]

দোয়া কবুলের বিশেষ মুহূর্তঃ

আবূ বুর্দাহ ইবনে আবূ মূসা আশ'আরী (রা) হতে বর্ণিত, তিনি বলেন একদা আব্দুল্লাহ ইবনে উমার (রা) বললেন, আপনি কি জুম'আহর দিনের বিশেষ মুহূর্ত সম্পর্ক আপনার পিতাকে, রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করতে শুনেছেন ? তিনি বললেন, আমি বললাম, হ্যাঁ।

আমি তাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি আল্লাহ্‌র রাসূল (সা) কে এ কথা বলতে শুনেছি যে,"সেই মুহূর্তটা হচ্ছে ইমামের মিম্বরে বসা থেকে সলাত শেষ হওয়া পর্যন্ত সময়ের ভিতর। [সহীহ মুসলিম,হাদীস ৮৫৩]

জাবির ইবনু আব্দুল্লাহ (রা) হতে বর্ণিত, রাসুল (সা) বলেছেনঃ জুমু'আহর দিনের বার ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোন মুসলিম এ সময় আল্লাহ্‌র কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এ মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। [সুনান আবূ দাঊদ, হাদীস ১০৪৮]

আব্দুল্লাহ ইবনু আমর হতে বর্ণীতঃ

রাসূল (সা) বলেছেনঃ জুম
আহর সলাতে তিন ধরনের লোক হাজির হয়।

(ক) এক শ্রেণীর লোক আছে যারা মসজিদে প্রবেশের পর অনর্থক কথা ও কাজে লিপ্ত হয়, সে তাঁর 'আমল অনুসারে তাঁর অংশ পাবে।

(খ) আরেক শ্রেণীর লোক জুমু'আহয় এসে দু'আ করে, মহান ও সর্বশক্তিমান আল্লাহ্‌র নিকট প্রার্থনা করে। তিনি ইচ্ছে করলে তাদের দু'আ কবুল করতে পারেন অথবা নাও করতে পারেন।

(গ) আরেক শ্রেণীর লোক জুমু'আহয় হাজির হয়, চুপচাপ থাকে, মনোযোগ
দিয়ে খুৎবা শোনে, কারও ঘাড় ডিঙ্গিয়ে সামনে আগায় না, কাউকে কষ্ট
দেয় না, তার দুই জুম
আহর মধ্যবর্তী সাত দিন সহ আরও তিনদিন যোগ করে মোট দশ দিনের গুনাহ খাতা আল্লাহ তায়ালা মাফ করে দেন।
[সুনান আবু দাউদ, হাদীস ১১১৩]
[Continue reading...]

20 June 2013

জুমার নামাজ কোন কোন ব্যক্তির উপর ফরজ

- 0 comments

জুমআ কাদের উপর ফরজ ?

হুঁশ-জ্ঞান সম্পন্ন ও স্বাধীন প্রত্যেক বালেগ মুসলমান পুরুষদের উপর জুম
আ ফরজ। এ বিষয়ে সারকথা হচ্ছে, যার মধ্যে নিম্নে বর্ণিত শর্তগুলো একযোগে পাওয়া যায় তার উপর জুমআ ফরজ।

১. মুসলমান হওয়া (কারণ ইসলাম গ্রহন ছাড়া কোন ইবাদতই কবুল হয় না)।

২. বালেগ হওয়া (তবে নাবালেগ শিশু জুম
আ পড়লে সওয়াব পাবে)।

৩. হুঁশ জ্ঞান থাকা (কারণ বেহুঁশ বা পাগলের কোন ইবাদত নেই)।

৪. পুরুষ হওয়া (মেয়েদের উপর জুম
আ ফরজ নয়, তবে পড়লে আদায় হবে)।

৫. স্বাধীন হওয়া (গোলাম বা ক্রীতদাস হলে জুম
আ ফরয হয় না)।

৬. মুকীম হওয়া (মুসাফির অবস্থায় জুম
আ ফরজ হয় না)।

৭. শরয়ী উযর না থাকা (অসুস্থ, ভয়ভীতি বা নিরাপত্তাহীনতায় না থাকা)।

যাদের উপর জুমআ ফরয নয় তারা যদি জুমআ পড়ে তবে তা আদায় হয়ে যাবে। যেমন শিশু, মহিলা, রোগী বা উযর আছে এমন যে কেউ জুমআ পড়লে তা আদায় হয়ে যাবে এবং এর সওয়াব ও পাওয়া যাবে। এক্ষেত্রে তাদের আর যোহর পড়তে হবে না। তবে মেয়েরা ইমাম হতে পারবে না, খুৎবা দিতে পারবে না।

রাস্তায় কাদা থাকা, পথ পিচ্ছিল হওয়া ইত্যাদি কারণে কেউ জুমআয় যেতে না পারলে এমতবস্থায় তার গুনাহ হবে না। তবে বাসায় যোহর পড়ে নেবে। (বুখারীঃ৯০১, ইঃফাঃ৮৫৫, আধুনিকঃ৮৪৮; মুসলিমঃ৬৯৯)

যারা লোকালয়ের বাইরে বা সমুদ্রে এতটুকু দূরে কাজ করে যে, সেখান থেকে আযান শুনতে পায় না, তাদের উপর জুমআ ফরজ নয়, তবে এসে জুমআয় শরীক হতে পারলে সওয়াব পাবে। (ফাতাওয়া ইবনে উসাইমীনঃ১/৩৯৯)

মুসাফির ব্যক্তি জুমআর খুৎবা দিতে ও ইমামতি করতে পারবে। (ফাতাওয়া ইবনে উসাইমীনঃ৫/২৩)

জুমআ ফরজ এমন ব্যক্তির জুমআর দিনে সফরে বের হলে, পথিমধ্যে কোথাও জুমআ পড়তে পারে- এমন নিশ্চয়তা থাকলে একদল আলেমের মতে, এ দিন সফর করা জায়েয আছে। আর যদি কোথাও জুমআ না পাওয়ার আশঙ্কা থাকে তবে এ দিন সফর করা উচিত নয়। তবে জুমআর সালাত শেষ হওয়ার পর সফর করতে কোন নিষেধ নেই।

সূত্রঃ বই-প্রশ্নোত্তরে জুমু
আ ও খুৎবা (লেখকঃ অধ্যাপক মুহাম্মদ নুরুল ইসলাম; পরিমার্জনেঃ ডঃ মোহাম্মদ মনজুরে ইলাহী, ডঃ আবু বকর মুহাম্মদ জাকারিয়া মজুমদার, ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ।)

[Continue reading...]

18 June 2013

আযান দেওয়ার সময় কানে আঙ্গুল দেওয়া

- 0 comments


আযান দেওয়ার সময় কানে আঙ্গুল দেওয়া ও মুখ ডানে বামে ঘুরানোঃ
১. আওন ইবনু আবূ জুহাইফা (রাঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি (আবূ জুহাইফা) বলেন, আমি বিলাল (রাঃ) কে আযান দিতে দেথলাম এবং তাকে এদিক সেদিক ঘুরতে ও মুখ ঘুরাতে দেখলাম। তার (দুই হাতের) দুই আঙ্গুল উভয় কানের মধ্যে ছিল। রাসূলুল্লাহ (সাঃ) তার রঙ্গীন তাবুর মধ্যে ছিলেন। (রাবী বলেন) আমার ধারণা, তিনি (আবূ জুহাইফা) বলেছেন, এটা চামড়ার তাবু ছিল। বিলালা (রাঃ) ছোট একটা বর্শা নিয়ে সামনে আসলেন এবং তা বাতহার শিলাময় যমিনে গেড়ে দিলেন। রাসূলুল্লাহ (সাঃ) এটা সামনে রেখে নামায আদায় করলেন। তার সামনে দিয়ে কুকুর এবং গাধা চলে যেত। তার গায়ে লাল চাদর ছিল। আমি যেন তার পায়ের গোছার উজ্জ্বলতা দেখতে পাচ্ছি। সুফিয়ান বলেন, আমার মনে হয় এটা ইয়ামানের তৈরী চাদর ছিল। [সহীহ আত-তিরমিযি হাদিস/১৯৭, সহীহ ইবনু মাজাহ হাদিস/৭১১]

২. মুহাম্মদ ইবন ইউসুফ (র.) _ _ _  আবূ জুহায়ফা (রা.) থেকে বর্ণিত যে, তিনি বিলাল (রা.) কে আযান দিতে দেখেছেন। (এরপর তিনি বলেন) তাই আমি তার (বিলালের) ন্যায় আযানের মাঝে মুখ এদিকে সেদিকে (ডানে বামে) ফিরাই। [সহীহ বুখারী শরীফ - ইসলামিক ফাউন্ডেশন : হাদিস/৬০৬, তাওহীদ পাবলিকেশন : হাদিস/৬৩৪]

৩. মুওয়াযযিন ক্বিবলামুখী হয়ে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে আযান দিবেদুই কানে আংগুল প্রবেশ করাবে, যাতে আযানে জোর হয়। হাইয়া আলাছ ছালা-হ ও ফালা- বলার সময় যথাক্রমে ডাইনে ও বামে মুখ ঘুরাবে, দেহ নয়। [বুখারী, মুসলিম, ছহীহ ইবনু খুযায়মা, ছালাত অধ্যায়, ৪১ অনুচ্ছেদ; তিরমিযী প্রভৃতি, ইরওয়া, /২৪০, ৪৮, ৫১ পৃঃ; নায়লুল আওত্বার ২/১১৪-১৬] অসুস্থ হলে বসেও আযান দেওয়া যাবে। [বায়হাক্বী, ইরওয়া ১/২৪২ পৃঃ।]

[Continue reading...]

11 June 2013

আত্নশুদ্ধি পর্ব ২ - মুহাম্মাদ জসীমুদ্দিন রাহমানী

- 0 comments
শুরু করছি অসীম দয়ালু ও পরম করুনাময় আল্লাহর নামে। 
অডিও লেকাচারঃ আত্মশুদ্ধি পর্ব-২
বক্তাঃ শায়খুল হাদিস মুফতি মুহাম্মাদ জসীমুদ্দিন রাহমানী
সাইজঃ ১২ মেগাবাইট
ফরমেটঃ MP3
[Continue reading...]

1 June 2013

আত্নশুদ্ধি - মুহাম্মাদ জসীমুদ্দিন রাহমানী

- 0 comments
অডিও লেকাচারঃ আত্মশুদ্ধি
বক্তাঃ শায়খুল হাদিস মুফতি মুহাম্মাদ জসীমুদ্দিন রাহমানী
সাইজঃ ৯ মেগাবাইট
ফরমেটঃ MP3
[Continue reading...]
 
Copyright © . Al Quran And Sahih Hadis - Posts · Comments
Design by Kaisar Ahmmed